ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঐক্যবদ্ধের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব: ইলিয়াস কাঞ্চন

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:২৪, ১ ডিসেম্বর ২০২৪
ঐক্যবদ্ধের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, “কোনো একক শক্তি দিয়ে দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব না। ঐক্যবদ্ধের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার সকল মানুষ একত্র হয়ে স্বৈরশাসক ও ফ্যাসিবাদকে এ দেশ থেকে দূর করেছে। ঠিক তেমনিভাবে এই দুর্নীতিকে দূর করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ ছাড়া কোনোভাবেই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না।”

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধান ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, “একজন মায়ের পেটে সন্তান যখন ভ্রূণ হিসেবে আসে, তখন আমরা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেই। আর এ চিকিৎসকরা সিজার করতে বলেন। সিজার করতে হবে কেন? সারা পৃথিবীতে যখন নরমাল ডেলিভারি হচ্ছে। আমাদের দেশে সিজার কেন? এই সিজারিয়ান তো তখন করতে হবে, যখন ওই মায়ের জীবন হবে সংকীর্ণ। অথচ এ দেশের হাসপাতাল, চিকিৎসক ও নার্সরা বেশি উপার্জনের জন্য মায়েদের সিজার করতে বাধ্য করছেন।” 

তিনি আরও বলেন, “সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন দুধ ও ওষুধের প্রয়োজন হয়, তখন দেখি সেটাতেও ভেজাল। এসব ভেজালে কখনো কখনো শিশুরা মারাও যায়। এভাবেই বড় হয় আমাদের সন্তান। এরপর সন্তান যখন স্কুলে ভর্তি করাতে যাওয়া হয়। তখন দেখা যায় যতবড় স্কুল ততবড় ডোনেশন। বড় স্কুলে বড় ডোনেশন না দিলে আবার ভর্তি করানো যায় না। এসব অসংখ্য দুর্নীতির সিস্টেমের মধ্য দিয়ে আমাদের সন্তানকে বড় করতে হচ্ছে।” 

সন্ধান ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/রাসেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়