নড়াইলে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে রাস্তার পাশ থেকে শওকত লস্কার (৪৭) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধী ছিলেন। গত ২৪ নভেম্বর নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে অটোভ্যানসহ নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার থানায় নিখোঁজের জিডি করেন। নিখোঁজের ৭ দিন পরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেওয়ার উদ্দেশেই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/শরিফুল/ইমন