ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজের দাম

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৯, ১ ডিসেম্বর ২০২৪
হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজের দাম

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়ে ৬০ থেকে ৬৫ এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১৫ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গতকাল শনিবার (৩০ নভেম্বর) বিক্রি হয়েছিলো ৬৫ টাকা দরে। 

খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ করাতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হবে না। এই কারণে মোকামে বেড়েছে দাম। যদিও আমদানিকারকরা বলছেন, ভারত শুধুমাত্র আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এদিকে দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “পশ্চিম বঙ্গ সরকার পেঁয়াজ রপ্তানি করলেও আলু রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এ কারনে ভারত থেকে নতুন করে আলু আমদানির জন্য স্লট বুকিং হবে না। তবে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকবে।” 

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল শনিবার ভারতীয় ১৮ ট্রাকে ৫২৩ মেট্রিকটন পেঁয়াজ এবং ৫২ ট্রাকে ১ হাজার ৬২৭ মেট্রিকটন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

ঢাকা/মোসলেম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়