ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

উদ্ধার বার্মিজ অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১ ডিসেম্বর ২০২৪  
উদ্ধার বার্মিজ অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে রবিবার বিকেলে অবমুক্ত করা হয়

রাঙামাটি শহরের টিটিসি রোড এলাকা থেকে উদ্ধারকৃত বার্মিজ অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে সাপটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন কাপ্তাই রেঞ্জ অফিসার এ এস এম ম‌হিউ‌দ্দিন। আট ফুল লম্বা অজগরটির ওজন ছিল সাত কেজি।

কাপ্তাই রেঞ্জ অফিসার এ এস এম ম‌হিউ‌দ্দিন চৌধুরী বলেন, “সকালে টিটিসি এলাকার একটি বাড়িতে বার্মিজ অজগর সাপটি দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এলাকাবাসীর সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে এনে অবমুক্ত করা হয়েছে।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “বন্যপ্রাণী লোকালয়ে দেখে আতঙ্কিত না হয়ে বনবিভাগকে অবহিত করতে হবে। বন্যপ্রাণী মেরে না ফেলার আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়