ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

রাঙামাটি শহরে আগুনে পুড়লো ৫ বসতঘর

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১০:১১, ২ ডিসেম্বর ২০২৪
রাঙামাটি শহরে আগুনে পুড়লো ৫ বসতঘর

রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় আগুনে পুড়লো পাঁচটি বসতঘর। রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

রবিবার (১ ডিমেম্বর) রাতে শহরের হ্যাপির মোড় এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। 

রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটেরর ঘণ্টাখানেকের চেষ্টায় আহুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টেরর সদস্যরা সহযোগিতা করেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে তিনটি ইউনিট দিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় এক মালিকের ছয়টি বসত ঘর পুড়ে যায়। এর দুটি ঘরে মালিক থাকতেন, বাকিগুলো ভাড়া দিয়েছিলেন। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/শংকর/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়