ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ে থেকে ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১০:১৫, ২ ডিসেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ে থেকে ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর) শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুল গেটের পশ্চিম পাশের সার্ভিস লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাস্তার পাশে মরদেহটি পরে থাকতে দেখে একশ গজ দুরে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রবিবার রাতে হাঁসাড়া হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, মরদেহটি ভবঘুরে এক নারীর। স্থানীয়রা তাকে প্রায়ই রাস্তায় হাঁটতে দেখতো। অজ্ঞাতনামা ওই নারীর মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো সন্ধান না হলে ঢাকায় আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হবে।

ঢাকা/রতন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়