ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাগুরায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:২৫, ২ ডিসেম্বর ২০২৪
মাগুরায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

মাগুরা সদর হাসপাতাল

মাগুরা সদরের আঠারোখাদা গ্রামে সুরমান শেখ নামে এক ব্যক্তি ছেলের ছুরিকাঘাতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। 

রবিবার (১ ডিসেম্বর) মৌলবীবাজার গোরস্থান পাড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে । 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরমান শেখের ছেলে মোফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। তিনি মাদকের টাকা জোগাড় করতে বাবাকে বিভিন্ন সময় জায়গা জমি বিক্রি করতে বাবাকে চাপ দিয়ে আসছিলেন। তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন রবিবার দুপুর পৌনে দুইটার দিকে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বাবাকে ছুরিকাঘাত করে মোফিজুর পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস তাঁকে মৃত ঘোষণা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “ছেলে মোফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারারো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা/শাহীন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়