ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২ ডিসেম্বর ২০২৪  
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ফাইল ফটো

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। রবিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার নয়াপাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘‘নয়াপাথারিয়া এলাকার আহাদ মিয়ার লোকজনের সঙ্গে ওই গ্রামের সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।’’

আরো পড়ুন:

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়