ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৭, ২ ডিসেম্বর ২০২৪
রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

ফাইল ফটো

নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী (৩৫) ও তার মেয়ে কোহেলী খাতুন (১০)।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, ‘‘সকালে কোরবান আলী মেয়েকে নিয়ে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হন। ১০টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর রেললাইনের ওপর বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কোরবান আলী মেয়েকে নিয়ে ‘আত্মহত্যা’ করতে পারেন।’’

আরো পড়ুন:

ঢাকা/সাজু/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়