ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

পদ্মায় জেলের জালে ৪৪ কেজির বাঘাইর, ৪৮ হাজারে বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৫, ২ ডিসেম্বর ২০২৪
পদ্মায় জেলের জালে ৪৪ কেজির বাঘাইর, ৪৮ হাজারে বিক্রি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।

সোমবার (২ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে জেলে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পরে। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

জেলে মমিন বলেন, “জামালপুরের আদর আলী, সাজল, আমির হামজা ও আমি মিলে পদ্মায় জাল ফেলি। একপর্যায়ে আমার জালে বাঘাইরটি ধরা পড়ে। পরে মাছটি আরিচা আড়তে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করি।”

জেলে আদর আলী বলেন, “মাছটি ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকাইলে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরও ভালো লাগে।”

আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, “আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে।”

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, “পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। মাছের জন্য প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তারপরও মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ ও বাঘাইর ধরা পড়ে।”

ঢাকা/চন্দন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়