ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৩, ২ ডিসেম্বর ২০২৪
দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক বলেন, ‘‘গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম মিয়া নিহত ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে খাদে পড়ে যাওয়া বাসের ভেতর থেকে ইলিয়াস কাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ।’’

আরো পড়ুন:

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা বলেন, ‘‘দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা দেওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়