অনুমোদন ছাড়াই কয়েল উৎপাদন, জরিমানা ১০ হাজার টাকা
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় অবৈধভাবে কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে এস এম আর কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর রোডে অবস্থিত এস এম আর কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ নামে একটি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদিত প্যাকেট ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারিত করছে।
প্রতিষ্ঠানের পণ্যে বিএসটিআইয়ের লোগো দেখা যায়। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। এছাড়া অনুমোদন ছাড়াই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পিএইচ নম্বর ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
মোহাম্মদ মেহেদী হাসান আরো বলেন, এসব অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী এস এম আর কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা/এনাম/সাইফ