গুড়ে রাসায়নিক মেশানোয় জরিমানা, ইউএনও কার্যালয়ে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার সকালে শিবগঞ্জ ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভরত গুড় উৎপাদনকারীরা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে আখের গুড় তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার অভিযোগে কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন গুড় উৎপাদনকারী ও আখা চাষিরা। এসময় তারা কার্যালয়ের দেয়ালে লাগানো একটি আয়না ভাঙচুর করেন।
ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, “বিক্ষোভের এক পর্যায়ে আখ চাষি ও গুড় উৎপাদনকারীদের কয়েকজন আমার সঙ্গে কথা বলেন। গতকাল রবিবার ভ্রাম্যমাণ আদালতের আদেশ মানবেন না বলে জানান তারা। কার্যালয়ের একটি আয়না ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা।’
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, রবিবার শিবগঞ্জ-ধাইনগর সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় আখ থেকে গুড় উৎপাদনে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও কাপড়ে ব্যবহার করা রং মেশানোর দায়ে পাঁচ জনকে জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ সকালে আখ চাষি ও গুড় উৎপাদানকারীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। পরে তারা বিক্ষোভ শুরু করেন। ইউএনও কার্যালয়ে ঢোকার সময় দেয়ালে লাগানো একটি বড় আয়না ভাঙচুর করেন তারা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ইউএনও কার্যালয়ের সামনে ১০০ থেকে ১২৫ জন আখচাষি ও গুড় উৎপাদনকারী বিক্ষোভ করছিলেন। পরে তাদের শান্ত করা হয়। রাত পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি উপজেলা প্রশাসন।”
ঢাকা/মেহেদী/মাসুদ