জকিগঞ্জ শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ, ফেরত গেছে এলসির মালামাল
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শ্রীভূমি (করিমগঞ্জের) সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের বিক্ষোভ- ছবি : সংগৃহীত
জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জের) সনাতনী ঐক্য মঞ্চ নামের সংগঠনের বিক্ষোভকারীরা। জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। তাদের কর্মসূচির নাম ছিলো ‘চল বাংলাদেশ’। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।
এর আগে সোমবার সকালে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। ফলে বাংলাদেশি আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
এ নিয়ে বাংলাদেশের জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা।
এদিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) একটি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালের দিকে বাংলাদেশের সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে রপ্তানি হওয়া পটেটো, কেকসহ কিছু পণ্য সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা করিমগঞ্জে পুড়িয়ে ফেলেছে। এমনকি বাংলাদেশী পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের উত্তর আসামের এমএলএ কমলাখ্যা দে পুরকায়স্থ শ্রীভূমির (করিমগঞ্জ) জেলা প্রশাসককে একটি পত্রও দিয়েছেন। তাতে তিনি বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুতারকান্দি সীমান্ত এবং শ্রীভূমি স্টিমারঘাট হয়ে নদীপথে বাংলাদেশের সাথে রপ্তানি ও আমদানি বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
আমদানি রপ্তানি বন্ধ হওয়ার বিষয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, “ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশী ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে, সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে।”
জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয় না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশি প্রাণ, আকিজসহ কয়েকটি কোম্পানির পণ্য ভারতে যায় বলে জানান তিনি।
ঢাকা/নুর/টিপু