ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

ওয়ালটন প্লাজা পরিদর্শন করলেন সাফজয়ী ৬ নারী ফুটবলার 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪
ওয়ালটন প্লাজা পরিদর্শন করলেন সাফজয়ী ৬ নারী ফুটবলার 

সোমবার ধোবাউড়া উপজেলা সদরে ওয়ালটন প্লাজা পরিদর্শন করেন ফুটবলার শিউলি আজিম, মারিয়া মান্দা, সানজিদা আক্তার, তহুরা খাতুন, শামছুন্নাহার সিনিয়র ও শামছুন্নাহার জুনিয়র

বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের ময়মনসিংহের ধোবাউড়া প্লাজা পরিদর্শন করেছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ছয় সদস্য।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ধোবাউড়া উপজেলা সদরের থানা রোডে ওয়ালটন প্লাজায় আসেন ফুটবলার শিউলি আজিম, মারিয়া মান্দা, সানজিদা আক্তার, তহুরা খাতুন, শামছুন্নাহার সিনিয়র ও শামছুন্নাহার জুনিয়র। এ সময় তাদের সঙ্গে ছিলেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রাণী শিল এবং সাবেক সহকারী শিক্ষক ও ফুটবল কোচ মফিজ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন—ওয়ালটন প্লাজার ফ্লোর ইনচার্জ মো. আতিকুর রহমান, সেলস অ্যাসোসিয়েট মিজানুর রহমান ও অফিস অ্যাসিস্ট্যান্ট হিমেল আলি।

ওয়ালটন প্লাজার ফ্লোর ইনচার্জ মো. আতিকুর রহমান বলেছেন, ‘‘সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ছয়জন ফুটবলার সোমবার বিকেলে প্লাজায় আসলে তাদেরকে ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। তারা আমাদের প্লাজা ঘুরে দেখেন এবং ওয়ালটনের বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে চান। এ সময় তারা দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনের প্রশংসা করেন। নারী ফুটবলারদের ওয়ালটন প্লাজার পক্ষ থেকে আপ্যায়ন করা হয়েছে।’’

ঢাকা/মিলন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়