ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

টাঙ্গাইলে সার্ভেয়ারের ওপর হামলার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:০৫, ৩ ডিসেম্বর ২০২৪
টাঙ্গাইলে সার্ভেয়ারের ওপর হামলার অভিযোগ

মেয়েকে মাদরাসায় দিয়ে ফেরার পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কামরুল ইসলাম (৪২) নামে এক ভূমি পরিমাপকের (সার্ভেয়ার) ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুলের ওপর হামলা হয়েছে। 

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, “এ ঘটনায় হেমনগর ফাঁড়ির ইনচার্জকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচী এলাকায় হামলার ঘটনাটি ঘটে। আহত কামরুল একই গ্রামের গনি খাঁর ছেলে। 

আরো পড়ুন:

কামরুলের বোন বেবী খানম বলেন, “আজ সকালে কামরুল তার মেয়েকে নিয়ে নারুচীর একটি মাদরাসায় যান। মেয়েকে সেখানে রেখে ফেরার পথে লাল খা, রাসেল শেখ, নুরু মিয়া, সামাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কামরুলের ওপর হামলা করে। হামলায় কামরুল গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলাটি হয়েছে।”

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাদ সাঈদা বলেন, “সকালে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়