ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

‘বাংলাদেশকে নিজেদের উপনিবেশ মনে করতো ভারত’

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৩ ডিসেম্বর ২০২৪  
‘বাংলাদেশকে নিজেদের উপনিবেশ মনে করতো ভারত’

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেছেন, “‘ভারত বাংলাদেশকে তাদের উপনিবেশ মনে করতো। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লি দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।”

‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে’ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এর আগে নগরের ভুবন মোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সোনাদিঘীর মোড় ও সাহেববাজার জিরো পয়েন্ট ঘুরে আবারো ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। 

সৈয়দ শাহীন শওকত বলেন, “যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনার সরকারকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন বাংলাদেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না।’

আরো পড়ুন:

সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। এতে সদস্য সচিব মামুনুর রশিদসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, আজ বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ব্যানারে জেলার পবায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। পবার নওহাটা বাজার থেকে মিছিলটি বের হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান।

জেলা বিএনপির সদস্য মো. আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সদস্য মো. কামরুজ্জামান হেনা, শাহাদাত হোসেন হাবিব, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক নাজমুল, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আলামিন, নওহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়