ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা: প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:২৩, ৪ ডিসেম্বর ২০২৪
আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা: প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে মশাল মিছিল করা হয়

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) টাঙ্গাইলে মশাল মিছিল হয়েছে। 

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বিথি, আল আমিন সিয়াম, আবু আহমেদ শেরশাহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় বক্তারা আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানায়। তারা বলেন, ‘‘আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেবো না।’’

২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন হামলা চালায়। তারা সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় এবং সেখানে ভাঙচুর করা হয়।

বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ তুলে কয়েক দিন ধরে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন আগরতলা এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় হামলাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে।

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়