ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৭, ৩ ডিসেম্বর ২০২৪
ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে’ মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। রাজশাহী, সাতক্ষীরা, গোপালগঞ্জ এবং কুষ্টিয়ায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল এবং সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

গতকাল সোমবার রাতে খুলনায় বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা।

রাইজিংবিডি ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-

আরো পড়ুন:

রাজশাহী:
‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে’ আজ বিকেলে রাজশাহী মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি সোনাদিঘীর মোড় ও সাহেববাজার জিরো পয়েন্ট ঘুরে আবারো ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। 

সেখানে সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেছেন, “‘ভারত বাংলাদেশকে তাদের উপনিবেশ মনে করতো। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লি দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরো বলেন, “যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনার সরকারকে আবারো প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন বাংলাদেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না।”

একই দিন বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ব্যানারে জেলার পবায় বিক্ষোভ মিছিল হয়। পবার নওহাটা বাজার থেকে মিছিলটি বের হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান। 

সাতক্ষীরা:
বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্টে ‘সাতক্ষীরা বাসী’ ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষ অংশ নেন। মিছিলটি ভোমরা জিরো পয়েন্টের শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বলেন। একইসঙ্গে  তারা ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারর দাবি জানান।   

সামাবেশে বক্তব্য রাখেন- তারিক ইসলাম, সিয়াম হাসান, সুহাইল মোহদীন সাদী, মুশফিকুর রহমান রিজভি, ওলিউল্লাহ ওমর, তাসনিম রাহাত, আল শাহারিয়ার রুমন, নাজমুল হাসান প্রমুখ।

গোপালগঞ্জ:
গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক  উস্কানি দিচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে মিডিয়ার মাধ্যমে উগ্রবাদ ছাড়াছে। আমরা তাদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ডা. কেএম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবীর দাঁড়া, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন প্রমুখ।

কুষ্টিয়া:
আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাগপুর সীমান্তের মাথাভাঙ্গা নদীর পাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক সেলিম বাশার সবুজ, কুষ্টিয়া জেলা সমন্বয়ক পিয়াস ইবনে সানা, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি তুষার ইমরান, কুষ্টিয়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রেজাউর রহমান রিন্টু, জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, দৌলতপুর নাগরিক কমিটির সদস্য অলি হাসান ও দৌলতপুর ওলামা পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। 

খুলনা:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ঢুকে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শামসুর রহমান রোডে মিছিলটি হয়। 

এসময় উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা প্রমুখ।

কেয়া,শাহীন,বাদল,কাঞ্চন,নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়