ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

ভারতে গেলেন ৭৫ ইসকন ভক্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:০১, ৩ ডিসেম্বর ২০২৪
ভারতে গেলেন ৭৫ ইসকন ভক্ত

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৭৫ জন ভক্ত ভারতে গেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তকে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।”

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

আরো পড়ুন:

নাম প্রকাশে অনিচ্ছিুক এক ইসকন ভক্ত বলেন, তারা ধর্মীয় আচার পালন করতে ভারত যাচ্ছেন।

জানা গেছে, ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট ও সাভারসহ দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যেতে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাসের নেতৃত্বে তারা বেনাপোলে আসেন।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়