মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে পেটানোর অভিযোগ
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল ইসলাম শিমুল
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি পিচ্চি শাহজাহানের বিরুদ্ধে শরিফুল ইসলাম শিমুল (৩২) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ফাজিলপুর মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটে। আহত শিমুল ফাজিলপুর বরইতলা গ্রামের হাজী মো. আবুল কাশেমের ছেলে ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
ভুক্তভোগীর স্বজনেরা অভিযোগ করেন, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পিচ্চি শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে তার কারবারে বাধা দিলে শিমুলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চলেন তিনি। পরে ঘটনাস্থল থেকে শিমুলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কবির মিয়া বলেন, ‘‘শিমুল নামের ওই যুবকের শরীরের বিভিন্ন অংশ ও হাতে ধারালো ছুরির আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।’’
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘‘হামলার ঘটনা অবগত হয়েছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/সাহাব/রাজীব