বরগুনায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত মনিরুল ইসলাম
বরগুনার আমতলীতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন্নি (২০) আমতলীর চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মনিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যকাণ্ড ঘটেছে। তবে, তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’’
ঢাকা/ইমরান/রাজীব