ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

সিরাজগঞ্জে হেরোইনসহ বিএনপি নেতা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:১১, ৪ ডিসেম্বর ২০২৪
সিরাজগঞ্জে হেরোইনসহ বিএনপি নেতা আটক

আটক বাবু শেখ

সিরাজগঞ্জে ৩২ গ্রাম হেরোইনসহ বাবু শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন ও নগদ ৮ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। আটক বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ সেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘‘৩২ গ্রাম হেরোইনসহ বাবু শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা কার্যক্রম চলমান। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’’

আরো পড়ুন:

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়