ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা আ. লীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫০, ৪ ডিসেম্বর ২০২৪
প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা আ. লীগ নেতা

শহীদুল ইসলাম। ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় এক আওয়ামী লীগ নেতা ধরা পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই আ. লীগ নেতাসহ প্রবাসীর স্ত্রীকে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম শহীদুল ইসলাম (৪৮)। তিনি মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলে আসছিল। সোমবার রাতে মানপাশা বাজারে এলাকার একটি বাড়ি থেকে তাদের আপত্তিকর অবস্থায় ধরা হয়। দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়