ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাজশাহীতে বাসচাপায় প্রাণ গেল নারীর

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:০০, ৪ ডিসেম্বর ২০২৪
রাজশাহীতে বাসচাপায় প্রাণ গেল নারীর

রাজশাহীতে বাসচাপায় মাজেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম বাচ্চু মিয়া। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর বাস ফেলে চালক পালিয়ে যান।

পুঠিয়ার পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘‘সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ বেপরোয়া গতির বাসটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা।’’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘‘এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছেন। তবে, বাসটি জব্দ করা হয়েছে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়