খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
আমিন হোসেন বোয়িং মোল্লা। ফাইল ফটো
খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা (৫৫) মারা গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমিন হোসেন বোয়িং মোল্লা খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব।
বোয়িং মোল্লার বড় ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, ‘‘মঙ্গলবার ভোররাতে চাচার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার সকালে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। থানায় খবর দিলে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’’
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গিয়াস বলেন, ‘‘মৃত্যুর খবর পেয়ে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে হামলার ঘটনায় মামলা হয়েছে। সেটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।’’
এর আগে, গত ২৯ নভেম্বর রাতে বোয়িং মোল্লাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তবে, তার শরীরে কোনো গুলি লাগেনি। পরবর্তীতে দুর্বৃত্তরা তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিবারের সদস্যরা পুনরায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চার দিন আইসিইউতে থাকার পর বুধবার সকালে মারা যান তিনি।
আরো পড়ুন: খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
ঢাকা/নূরুজ্জামান/রাজীব