ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

সাজেকে আটকা পড়া পর্যটকরা ফিরছেন

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৪ ডিসেম্বর ২০২৪  
সাজেকে আটকা পড়া পর্যটকরা ফিরছেন

সাজেক ভ্যালি থেকে বুধবার দুপুরে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে ফিরেছেন পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে ফিরতে শুরু করেন তারা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।”

আরো পড়ুন:

আরো পড়ুন: বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলি হয়। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, “যারা গতকাল বিকেলে আটকা পড়েছিলেন এবং আজকে সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল, দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।”

তিনি আরো বলেন, “দুই দিনের জন্য যারা এসেছিলেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন। কতোজন পর্যটক আজকে সাজেক ছেড়েছেন সেটি সন্ধ্যার পর বলা যাবে।”

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়