অস্ত্রসহ সোনাতলা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গতকাল মঙ্গলবার রাতে জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (৪ ডিসেম্বর) সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, “অস্ত্র আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃতকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।”
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যার পর নান্নুর সোনাতলা বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে তার গ্রামের বাড়ি কাবিলপুরের পুকুর পাড় খামারে অভিযান অভিযান চালায়। প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে ছয়টি হাসুয়া, পাঁচটি চাকু, ছয়টি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল জব্দ করে যৌথবাহিনী।
ঢাকা/এনাম/মাসুদ