কুমিল্লায় ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত সজিব
কুমিল্লার অশোকতলা এলাকা থেকে সজিব (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার হয়।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি নিহতের পরিবারের কেউ। নিহতে বড় বোন সনিয়া আক্তার বলেন, “আমরা কিছু বলতে পারব না, আমাদেরকে খুন করে ফেলবে।”
তবে সজিবের মামাতো ভাই রাকিব জানান, গতকাল মঙ্গলবার রাতে সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে কিছু ব্যক্তি।
কুমিল্লা কোতয়ালি থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, “নিহত সজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা মফিজ মিয়ার ছেলে নিহত সজিব। তিনি নগরীর অশোকতলা রেলগেট সংলগ্ন এলাকার লন্ডন হাউজ নামে একটি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। একইসঙ্গে স্বপ্ন শপিংমলে চাকরি করতেন।
নিহত সজিবের মামাতো ভাই রাকিব জানান, গতকাল মঙ্গলবার রাতে জীবন নামে এক যুবক সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নয়ন বন্ড, চয়নসহ তাদের অন্য সহযোগীরা মিলে সজিবকে মারধর এবং ছুরিকাঘাত করে। পরে তারা মৃতভেবে সজিবকে অশোকতলা রেললাইনের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা সজিবকে উদ্ধার করে নগরীর মুন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। সজিব অশোকতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা/রুবেল/মাসুদ