সুনামগঞ্জে যৌথবাহিনীর সম্প্রীতি সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বুধবার বিকেলে যৌথবাহিনীর উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে অতিথিরা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সার্বিক পরিস্থিতি নিয়ে যৌথবাহিনীর (পুুলিশ-সেনাবাহিনী) উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- সেনাবাহিনীর মেজর আলজাবের আসিফ, ছাতক-দোয়ারা সার্কেলের এএসপি রঞ্জয় চন্দ্র মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব আহমদ।
আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারী, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ, কমল কান্তি দে, সুনাধন দে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সোহেল মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, আমরা চাই দোয়ারাবাজার উপজেলায় সব ধর্মের মানুষ সম্প্রীতির মনোভাব নিয়ে মিলেমিশে থাকবে। দোয়ারাবাজারকে সংঘাতমুক্ত রাখতে সব সম্প্রদায়ের নেতাদের উচিত হবে স্ব-স্ব সম্প্রদায়ের মানুষদের সচেতন করে তোলা।
ঢাকা/মনোয়ার/মাসুদ