ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পঞ্চগড়ে বিজেপি নেতা শুভেন্দু ও চিন্ময়ের কুশপুত্তলিকা দাহ 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৪ ডিসেম্বর ২০২৪  
পঞ্চগড়ে বিজেপি নেতা শুভেন্দু ও চিন্ময়ের কুশপুত্তলিকা দাহ 

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বুধবার সন্ধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের কুশপুত্তলিকায় আগুন দেন জাগপা নেতাকর্মীরা

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এসময় তারা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের কুশপুত্তলিকা দাহ করেন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে, শহরের বকুলতলা এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাগপা নেতারা। সেটি শহরের পঞ্চগড়-টুনিরহাট সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়। হিন্দু সংঘ সমিতি নামে কয়েকটি উগ্রবাদী সংগঠন হামলায় অংশ নেয়। তারা আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে একই ধরনের ঘটনা হলে কঠোর আন্দোলন করা হবে। 

ঢাকা/নাঈম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়