ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:২৮, ৫ ডিসেম্বর ২০২৪
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে সোহান (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে বাঙালী শেড ব্র্যাকের বি-৩ কক্ষের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোহান পাবনা সদর থানার বাহাদুরপুর এলাকার মধু প্রামাণিকের ছেলে ও পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সোহান কাজে যোগদান করেন। গত দুই দিন ধরে অসুস্থ থাকায় তিনি বাঙালি শেডের ব্র্যাকে অবস্থান করছিলেন। বুধবার রাত ৯টার দিকে তার খালাতো ভাই অন্তর কাজ শেষে ওই ব্রাকে গিয়ে সোহানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়