ভাণ্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার
পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আসমা সুলতানা যুথী
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) ভাণ্ডারিয়া পৌর শহরে আসমা সুলতানা যুথীর বাসভবনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ভাণ্ডারিয়া শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “ককটেল বিস্ফোরণ ও পিরোজপুর জেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আনোয়ার বলেছেন, “আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা আছে। পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।”
ঢাকা/তাওহিদুল/রফিক