হাওড়ে অবৈধভাবে মাটি উত্তোলন
এক্সকাভেটর রেখে পালানোর পর ব্যাটারি নিয়ে এলেন ইউএনও
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাওড়ে ফসলি জমি থেকে এক্সকেভেটরটি দিয়ে মাটি উত্তোলন চলছিলো
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের হাওড়ে ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন হচ্ছিলো। এ সময় উপজেলা প্রশাসন অভিযান চালালে টের পেয়ে মাটি উত্তোলনকারীরা এক্সকাভেটর ফেলে পালিয়ে যায়। ফলে এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে চলে আসে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ ডিসেম্বর) শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ব্রাহ্মণডোরা ইউনিয়নের শেরপুর পশ্চিম হাওড়ে ফসলি জমি থেকে এক্সকাভেটরটি দিয়ে মাটি উত্তোলন চলছিলো।
ব্যাটারি জব্দ করার পর এভাবে আর মাটি না কাটার জন্য নির্দেশ দেন ইউএনও। নির্দেশ অমান্য করে মাটি উত্তোলন হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ইউএনও পল্লব হোম দাশ বলেন, “অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”
অভিযানকালে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রভাবশালী চক্র অবৈধভাবে এক্সকাভেটরের মাধ্যমে মাটি তুলে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি দৃষ্টিগোচর হলে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
ঢাকা/মামুন/টিপু