ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গাইবান্ধায় জেলা ইজতেমা শুরু

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩২, ৫ ডিসেম্বর ২০২৪
গাইবান্ধায় জেলা ইজতেমা শুরু

গাইবান্ধায় জেলা ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সদর উপজেলার  তুলশিঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ইজতেমা। আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এই ইজতেমা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন আলেম।

ইতোমধ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অংশ নেন। সেখানে অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শতশত মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন।

এছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

এছাড়া ইজতেমায় গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুননবী টুটুলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল কাম্প স্থাপন করা হয়েছে। সেখানে মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘‘ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’’

ইজতেমা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই ইজতেমা আয়োজন করতে প্রায় এক মাস সময় লেগেছে। আলহামদুলিল্লাহ, সবকিছু খুব ভালো হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তায় গতকাল থেকেই সার্বিক দায়িত্ব পালন করছে। এছাড়া র‍্যাব, সেনাবাহিনী ছাড়াও জেলা থেকে কিছু স্কাউট দলের সদস্যরা এসে সহযোগিতা করছে। খুব ভালোভাবেই ইজতেমা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।’

ঢাকা/মাসুম/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়