ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রাজশাহীতে ৭৬ তরুণ পুলিশে চাকরি পেলেন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ৫ ডিসেম্বর ২০২৪  
রাজশাহীতে ৭৬ তরুণ পুলিশে চাকরি পেলেন

রাজশাহীতে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৬ তরুণ। জেলা পুলিশের দাবি, স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি পেতে কাউকে কোন টাকা গুনতে হয়নি। শুধু আবেদনের জন্য খরচ করতে হয়েছে ১৪ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এই ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

এ সময় বোর্ডের আরও দুই সদস্য বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

ফল ঘোষণার পর এসপি মো. আনিসুজ্জামান বলেন, ‘‘যারা কনস্টেবল পদে নিয়োগ পেলেন তাদের অধিকাংশ হতদরিদ্র পরিবার থেকে এসে এই চাকরি পাবার গৌরব অর্জন করেছেন। এই নিয়োগের সব পর্যায়ে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা বজায় রেখেছি।’’

রাজশাহী জেলায় এবার ৭৬টি শূন্যপদের বিপরীতে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। মোট ৭ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৬ হাজার ২০১ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিকাল এনডিউরেন্স টেস্টে অংশগ্রহণের সুযোগ পান।

শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৭২২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। উত্তীর্ণ হন ২৪৫ জন। এরপর তারা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষা শেষে রাজশাহী জেলার নিয়োগ বোর্ড ৭৬ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে। এরমধ্যে নারী ১৬ জন, পুরুষ ৬০ জন।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়