ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৬ ডিসেম্বর ২০২৪  
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রশিদুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোকন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

আরো পড়ুন:

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়