ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৪, ৬ ডিসেম্বর ২০২৪
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস 

দিনাজপুর এখন পুরোপুরিই শীত বিরাজ করছে। তাপমাত্রা কমে ঘন কুয়াশা বেড়ে শীত প্রতিদিনের বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে। এতে কাঁপছে জনজীবন। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।

তিনি আরও জানান, জেলার আশপাশসহ দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেতুলিয়া (পঞ্চগড়)-১২.৩ , সৈয়দপুর : ১২.৫, রাজারহাট (কুড়িগ্রাম):১৪.৫  রংপুর: ১৫.০, বদলগাছি (নওগাঁ): ১২.০, চুয়াডাঙ্গা ১৩.৫, যশোর ১৪.৪ ও ঈশ্বরদীতে (পাবনা) ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

এ জেলায় আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন অনেক শীতার্ত। শীতে জবুথবু হয়ে কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবীকেই ঘর থেকে বের হতে হয়েছে।

ঢাকা/মোসলেম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়