সাতক্ষীরায় প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সাতক্ষীরার বিনেরপোতায় বিসিক শিল্প নগরীতে একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’’
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শাহীন/রাজীব