ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত আরও দুই 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৬ ডিসেম্বর ২০২৪  
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত আরও দুই 

টাঙ্গাইলের ভূঞাপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরুখ আকন্দ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই কলেজ ছাত্র। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ভূঞাপুরের গোবিন্দাসী এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ঘাটাইলের পাঁচটিকড়ি গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। আহতরা হলেন, একই কলেজের শিক্ষার্থী ও ভূঞাপুর পৌর এলাকার বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার এবং ধুবিলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম রেজাউল করিম জানান, বঙ্গবন্ধু সেনানিবাসের দ্বাদশ শ্রেণির ওই তিন শিক্ষার্থী ভূঞাপুর থেকে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু সংযোগ সড়কের গোবিন্দাসী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানোর পথে শাহরুখের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা।

ঢাকা/কাওছার/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়