প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে চালক পলাশ মোল্লা (৩৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ মোল্লা কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে। কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইসমাইল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ ফুকরা এলাকা থেকে আসা একটি প্রাইভেটকার মিল্টন বাজার দিয়ে মহাসড়কে উঠছিল। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে চালককে বের করেন। দ্রুত তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/বাদল/রাজীব