ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

সিরাজগঞ্জে পুলিশের হ্যান্ডকাপসহ আটক ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৬ ডিসেম্বর ২০২৪  
সিরাজগঞ্জে পুলিশের হ্যান্ডকাপসহ আটক ৭

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। র‍্যাব জানায়, তারা পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এরআগে, শুক্রবার ভোর রাতে সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি আইডি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটকব্যাক্তিরা হলেন, পঞ্চগড় জেলার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে জমির খান (৩৯), খুলনা জেলার লবনচরা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল, মো. কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার আশুলিয়া থানার এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), ভাটারা থানার এ/পি-নুরেরচালা নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার উত্তর দেউলি গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু শেখ (৩১) ও গোপালগঞ্জ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে সয়দাবাদ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে একটি হাইস মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধানসহ মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/অদিত্য/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়