খুলনায় গুলিতে মাছ কোম্পানির শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান মানিক (২৫) নামে মাছ কোম্পানির এক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় রাসেল নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
রূপসা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “রাসেল নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে রূপসা উপজেলার মডার্ন সী ফুডের সামনে তিনি আহত হন।
আহত ইমরান রূপসা উপজেলার বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে ইমরান মানিক একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল দোকানের সামনে আসেন কয়েকজন ব্যক্তি। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা ইমরানকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। কিন্তু গুলিটি ইমরানের পায়ে লাগে। এসময় এলাকাবাসী প্রাইভেটকার ও মোটরসাইকেলটিকে ধাওয়া দেন। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও মোটরসাইকেলে থাকা একজনকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ