ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:২৯, ৬ ডিসেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জব্দকৃত ভারতীয় পণ্য

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে সাড়ে ৪৩ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাইপাস নামক এলাকা থেকে এই পণ্য জব্দ হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ছিল- ভারতীয় বিভিন্ন প্রকার সিগারেট ৬৪৬ কার্টুন, বিভিন্ন প্রকার চশমা ১ হাজার ৩৭০ পিস, জনসন বেবি সোপ ১ হাজার ৭৫০ পিস, কাভেরি মেহেদি ২ হাজার ৮৭০ পিস এবং ভারতীয় কোয়াকার ওটস ৬৩ কেজি। 

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত থেকে চোরাচালান করে আনা পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। চোরাচালনের মাধ্যমে আসা ৪৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকার  মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আজ জব্দ করা হয়েছে।

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়