ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৫, ৬ ডিসেম্বর ২০২৪
শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ও মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় মাওয়াগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রিপন হোসেন ইয়ান (২১) নামে কলেজ শিক্ষার্থী মারা যান। আহত হন মোটরসাইকেল দুটির তিন আরোহী। তারা হলেন- জুম্মান হোসেন (২২), জান্নাত আক্তার (১৮) ও মো. আব্দুল্লাহ (২৩)। 

মারা যাওয়া রিপন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাইসদাইর এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি তুলারাম কলেজের ছাত্র। আহতদের বাড়ি একই এলাকায়। 

আরো পড়ুন:

এদিকে, আজ সকাল ৭টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলা তিন দোকান নামক স্থানে অটোরিকশার চাপায় আব্দুল্লাহ বিন তালহা (৬) নামে মাদরাসা শিক্ষার্থী মারা যায়। তালহা উপজেলার দক্ষিণ উমপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে শ্রীনগর উপজেলার দামলা আব্দুল ওহাব দারুচ্ছুন্নাত হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। 

শ্রীনগর থানার ওসি মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়