বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা
কীর্তনখোলায় নিখোঁজ ৩ জনের সন্ধান মেলেনি
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা দেওয়ার ঘটনায় নিখোঁজ তিন ব্যক্তির সন্ধান মেলেনি।তাদের মধ্যে দুইজন যাত্রী এবং অপরজন স্পিডবোট চালক।
বরিশাল সদর নৌ থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, “গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার জনতারহাট এলাকায় একটি স্পিডবোট বাল্কহেডকে ধাক্কা দেয়। ওই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার হয়। নিখোঁজ তিনজনের সন্ধানে শুক্রবার (৬ ডিসেম্বর) নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। তবে তাদের সন্ধান পাওয়া যায়নি।”
নিখোঁজরা হলেন- পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার কাছিম আলীর ছেলে রাসূল আমীন (২৫), বরিশাল রহমতপুর গ্রামের দুলাল দাসের ছেলে সজর দাস (৩০) ও স্পিডবোট ড্রাইভার তানভির।
আরো পড়ুন: বরিশালে বলগেটে স্পিড বোর্টের ধাক্কায় নিহত ১, নিখোঁজ ৩
ওসি সনাতন চন্দ্র বলেন, ভোলা থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বরিশাল নৌবন্দরের দিকে যাচ্ছিল। বেলা ৩টার দিকে স্পিডবোটটি নদীতে নোঙর করে থাকা বালুবাহী বাল্কহেডে ধাক্কা দেয়। এতে স্পিডবোটে থাকা চার যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও চারজন নিখোঁজ হন। এলাকাবাসী নিখোঁজদের মধ্যে একজনকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/পলাশ/মাসুদ