ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

সুনামগঞ্জ সীমান্তে ভারত থেকে আনা অস্ত্রসহ আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:০১, ৭ ডিসেম্বর ২০২৪
সুনামগঞ্জ সীমান্তে ভারত থেকে আনা অস্ত্রসহ আটক ৩

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে লং রেঞ্জ শুটিং রাইফেলসহ তিন জনকে আটককে করেছে বিজিবি। শুক্রবার (৬ ডিসেম্বর ) রাতে সুনামগঞ্জ ২৮ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান বিজিবির সিলেট অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।

এর আগে, দুপুরে তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজু আহমেদ (২১), জালাল মিয়া (২৩) ও রাসেল মিয়া (২৫)।

সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ তিন জনকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের জন্য ভারত থেকে এই অস্ত্র আনা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

আরো পড়ুন:

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়