পটুয়াখালীতে তীব্র শীত ও ঘন কুয়াশা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীতে বেড়েই চলছে শীতের দাপট। সেই সঙ্গে বাড়ছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। তীব্র শীত এবং ঘন কুয়াশায় অনেকটাই কাবু হয়ে পড়েছে দক্ষিণের মানুষ।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার কলাপাড়ায় এ মৌসুমের সর্বিনম্ন ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
প্রচণ্ড ঠাণ্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী। অন্যদিকে চরম ভোগান্তি পোহাচ্ছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারি জেলেরা। খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা।
দুশ্চিন্তায় পড়েছেন শীতকালীন সবজি চাষিরা। ঘন কুয়াশা আরও বাড়লে বড় লোকসানের মুখে পড়বেন তারা। এদিকে জেলার ৮ উপজেলা হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
পটুয়াখালী পৌর শহরের অটোচালক জাকির মিয়া বলেন, “গত তিনদিন ধরে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। তবে আজ শীতের মাত্রা একটু বেশিই লাগছে। সকাল থেকে শহরে মানুষের আনাগোনা খুব কম। এছাড়া গতকাল সন্ধ্যা পর পরই বাজার থেকে মানুষের আনাগোনা কমে গেছে। তাই আমাদের ইনকাম একটু কমেছে।”
কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের গ্রামের কৃষক হান্নান মিয়া বলেন, “আমরা বর্তমানে শীতকালীন সবজি চাষাবাদ করছি। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা বাড়ছে। এভাবে ঘন কুয়াশা পড়তে থাকলে সবজির গোড়া পচে যেতে পারে। এতে আমরা লোকসানের মুখে পড়তে পারি।”
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, “কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। সেই আগামী সপ্তাহ জুড়ে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।”
ঢাকা/ইমরান/টিপু