ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩১, ৭ ডিসেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড় ও গতকাল রাতে সদর উপজেলার দ্বারিয়াপুরে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরের মেহেরচণ্ডি পূর্ব পাড়ার আব্দুস সালামের ছেলে নাহিদ (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলমাবাদ বেকি মোড় এলাকার মৃত ওয়াজেদ আলীর মেয়ে জাহানারা বেগম (৬০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ‘‘শুক্রবার রাতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছিলেন মো. নাহিদ। দ্বারিয়াপুর পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই যুবক গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘‘সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন জাহানারা বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

ঢাকা/মেহেদী/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়