ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মষিয়াঘাট মাঠের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে জেলেরা বিলের মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে। পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে প্রাথমিক ভাবে মৃত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
ঢাকা/শাহরিয়ার/ইমন